সরকারি কর্মচারীদের সহযোগিতা না পেলে নতুন নিয়োগের হুঁশিয়ারি: আসিফ মাহমুদ
- By Jamini Roy --
- 20 October, 2024
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “সরকারি কর্মচারীদের কিছু নিয়মনীতি আছে, যা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেয়, কিন্তু আমরা এসব নিয়মনীতির তোয়াক্কা করব না। যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে সরকার পরিচালনায় নিয়মনীতি ভেঙে নতুন লোক নিয়োগ দেওয়া হবে।”
আজ শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “নিয়মনীতি মেনে গণ-অভ্যুত্থান হয়নি। তাই সরকার পরিচালনা ভবিষ্যতে নিয়মনীতি মেনে হবে না। প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়ে আসা হবে।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ট্রাকে পণ্য বিক্রি করার উদ্যোগ নিলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, যা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের এত অভিজ্ঞতা থাকার পরও যদি করতে না পারেন, তাহলে নতুনদের নিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের রিপোর্টে দেখা গেছে, চট্টগ্রামে তেমন কোনো অভিযান হয়নি। তিন দিনের মধ্যে মাত্র এক দিন চট্টগ্রামে অভিযান পরিচালনা করা হয়েছে, যা কর্মকর্তাদের সদিচ্ছার অভাব প্রমাণ করে।”
সরকারের প্রতিটি অঙ্গকে কার্যকর করার গুরুত্ব তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, “মিটিংয়ে ৪৮টি জায়গা থেকে প্রতিনিধি আমন্ত্রণ করা হলেও ১০ থেকে ১২টি জায়গা থেকে কেউ আসেনি। লাইভস্টক বিভাগের প্রতিনিধি না থাকায় দুঃখ প্রকাশ করছি। জবাবদিহি নিশ্চিত করতে প্রতিনিধিত্ব করতে হবে। যারা না এলে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”